নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেটা সেন্টার লিমিটেড ডকইয়ার্ডে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার (১৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মেহেদী হাসান রিপন (৩২), আকিব হাসান (৩০), পাপ্পু মিয়া (৩৩), এবং সাদিকুল ইসলাম সাদু। তারা উপজেলার দড়িকান্দি এলাকার বাসিন্দা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গত ১৮ নভেম্বর মেটা সেন্টার লিমিটেড ডকইয়ার্ডে ডাকাতি এবং ৪ ডিসেম্বর ডকইয়ার্ড কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় তাদের নাম উঠে আসে। অভিযুক্তদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি এবং স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখানোর একাধিক অভিযোগ রয়েছে।
রূপগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত যৌথ বাহিনীর বিভিন্ন টহল দল দীর্ঘদিন ধরে এ চক্রটির গতিবিধি নজরে রেখেছিল। তারা সাধারণত অপরাধ ঘটিয়ে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করত। ১৫ ডিসেম্বর রাতে যৌথ বাহিনী তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালায় এবং গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি লিয়াকত আলী বলেন, রূপগঞ্জ এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের নিয়মিত টহল এবং যৌথ বাহিনীর কার্যক্রমের কারণে অপরাধ অনেকটাই কমে এসেছে। এর ফলে জনমনে শান্তি ফিরেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এএম