আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ‘দ্বিমত পোষণ’ ও বিকল্প যুক্তি দেখিয়ে তোপের মুখে পড়েন জাপা নেতা— সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ।
আজ সোমবার (২১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এ ঘটনা ঘটে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা গোলাম মসীহ–এর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন— ‘কলা এদিকেও খাবেন ওইদিকেও খাবেন? দালালি ছাড়েন। এটা দালালির জায়গা না।
এদিকে জাপা নেতা গোলাম মসীহের পর পরই বৈঠকে বক্তব্য রাখেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি তার বক্তব্যের শুরুতেই ওই নেতার (গোলাম মাসীহ) বক্তব্যের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন— যারা আজকে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলছে; তারা এতোদিন কোথায় ছিল? যখন ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, লুটপাট করা হয়েছিল দেশের কোটি কোটি টাকা।
তিনি আরো বলেন— দেশের সব রাজনৈতিক দলের এরকম ঐক্যবদ্ধ গোলটেবিল বৈঠক হবে। কিন্তু এসব বৈঠকে ফ্যাসিস্ট হাসিনার দালালরা বসতে পারবেন না।
সারজিস আলম জাতীয় পার্টিকে মেরুদণ্ডহীন দল আখ্যা দিয়ে বলেন, তারা শুধুমাত্র কয়েকটা আসন পাওয়ার জন্য এতোদিন অবৈধ সরকারকে সাপোর্ট দিয়ে আসছিলো। এমনকি যখন সব রাজনৈতিক দল এক হয়ে আওয়ামী লীগকে বয়কট করছে; তখনো তারা দালালি-ই করছে।
অন্যদিকে সারজিস আলমের বক্তব্যের মধ্যেই ওই জাপা নেতাকে হল থেকে বের হয়ে যেতে দেখা যায়।
কেকে/এমআই