শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল      গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো       গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান      নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু      পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      
প্রিয় ক্যাম্পাস
ইউআইইউতে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৫ পিএম  (ভিজিটর : ৪৮)
ইউআইইউ ক্যাম্পাসে ফাইন্যান্স বিষয়ক কর্মশালা।

ইউআইইউ ক্যাম্পাসে ফাইন্যান্স বিষয়ক কর্মশালা।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স (আইআইবিএফই) এবং প্রাইম ব্যাংক পিএলসি যৌথভাবে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) ইউআইইউ ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজিম আনোয়ার চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যান বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আমির হোসেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট’র সহযোগী অধ্যাপক ড. মো. মাহাব্বত হোসেন, প্রাইম ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং প্রধান জনাব সৈয়দ ইবনে শারিয়ার এবং পিআরএল-এর নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির সাবেক প্রধান জনাব জুলকারনাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ’র ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’র (আইআইবিএফই) পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক।

এ কর্মশালায় অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ১০০ অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় বিগত পঞ্চাশ বছরের ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের ইতিহাস, ১৯৭৫ সালে প্রথম পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক, দুবাই ইসলামিক ব্যাংকের সূচনা থেকে শুরু করে ১৯৮০ এর দশকের শুরু থেকে ইসলামী ব্যাংকিং এবং বাংলাদেশি প্রেক্ষাপটের বিকাশ, শরীয়াহ সম্পর্কে ধারণা ও প্রয়োগ, বিভিন্ন শরীয়াহ-সম্মত মোড ও পণ্য, প্রাইম ব্যাংকের হাসানা লাইন অফ প্রোডাক্ট এবং শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারের সুযোগ এবং প্রয়োজনীয় প্রাসঙ্গিক নানা বিষয় শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়।

প্রধান অতিথি ইউআইইউর উপাচার্য বলেন, বাংলাদেশের অর্থনীতির সাথে ইসলামিক ফাইন্যান্স ইকোসিস্টেমের শক্তিশালী সম্পর্ক রয়েছে। এছাড়াও তিনি ইসলামিক ফাইন্যান্স শিল্পের জন্য একাডেমিক সহায়তার ব্যবধান মেটাতে ইউআইইউর ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স (আইআইবিএফই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালাটি সম্মানিত বক্তাদের সমন্বিত প্যানেল আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়।

ইউআইইউ’র অর্থনীতি বিভাগের ছাত্র আবির হাসান জিসান প্যানেল আলোচনায় তার মূল্যবান অবদানের জন্য বিশেষভাবে স্বীকৃতী প্রদান ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, শিক্ষার্থী, গবেষক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মন্দিরের দরজা ভেঙে প্রতিমাসহ স্বর্ণের মুকুট চুরি
ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল
ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো
গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝