পাবনার আটঘরিয়া উপজেলায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল বাতেন। এ সময় দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে।