গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভাঙন রোধে মানববন্ধন করেছে নদী ভাঙনকবলিত এলাকাবাসী।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফুলমিয়ার বাজার এলাকায় নদীর তীরে অনুষ্ঠিত এই মানববন্ধনে ভাঙন রোধে বিশেষ মোনাজাত করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।
বক্তারা জানান, শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর শ্রীপুর পুটিমারী গ্রাম থেকে দক্ষিণ শ্রীপুর দত্তের খামার গ্রামের দক্ষিণে বটতলি পর্যন্ত তিস্তা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ফলে অনেক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং অনেক বাড়িঘর ও স্থাপনা ভেঙে নদীর মধ্যে চলে গেছে। ইতোমধ্যে শতশত বসতবাড়ি হুমকির মুখে পড়েছে এবং নদী ভাঙনের কারণে এলাকার মানুষ বাড়িঘর হারিয়ে পথে বসার পরিস্থিতিতে রয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, অব্যাহত নদী ভাঙনের কারণে এলাকার মানুষের জীবিকা ও সহায়-সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তারা নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের প্রতি দাবি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ভাঙনকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ।
এ ব্যাপারে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক জানান, শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় ভাঙন রোধে ইতোমধ্যে একটি সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, একটি প্রকল্প প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং প্রকল্পটি অনুমোদন হলে ভাঙন রোধে কাজ শুরু হবে।
কেকে/এএম