গুচ্ছ ভর্তি কার্যক্রম থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্তৃপক্ষ।
রোববার (১৫ ডিসেম্বর) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, আমরা যখন দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন গুচ্ছ থেকে বের হয়ে আসার জন্য স্মারকলিপি দিয়েছে, অনেকে প্রতিবাদ জানাচ্ছে। এরপর আমরা আজকে জরুরী অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আহবান করি। সভায় সর্বসম্মতিক্রমে আমরা গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেই।
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ইউজিসি'র নির্দেশনা মোতাবেক গুচ্ছ ভর্তিপ্রক্রিয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
কেকে/এএম