ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে মাদারীপুরের শিবচরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের পৌর মার্কেটের পাশে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজী শরীয়তউল্লাহ (র:) এর সমাজ কল্যান পরিষদের সভাপিত পীরজাদা হানজালার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অংশ নেয় ধর্মপ্রান মুসলমানরা।
বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মিথ্যাচার, আগ্রাসন, ত্রিপুরা বাংলাদেশ দুতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননা, ইসকন কর্তৃক চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র প্রতিবাদ জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা সারোয়ার হোসেন, হাজী শরীয়তউল্লাহ (র:) এর সপ্তম পুরুষ হাফেজ মাওলানা মোহাম্মদ ত্বোহা, মাওলানা মুফতি আব্দুর রহমান ও মুফতি তরিকুল ইসলাম।
কেকে/এএম