কক্সবাজারের রামুতে শিশু সুরক্ষা সম্পর্কিত দায়িত্ব, শিশু সুরক্ষা ম্যাপিং এবং রিপোর্টিং সিস্টেম সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন। প্রজেক্ট অফিসার তাজিন সরওয়ার ফার্সির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা কো-অর্ডিনেটর শ্যামল ফ্রান্সিস রোজারিও।
সভায় বক্তারা বলেন, শিশু সুরক্ষা সম্পর্কিত দায়িত্ব, শিশু সুরক্ষা ম্যাপিং এবং রিপোর্টিং সিস্টেম সক্রিয়করণে বিভিন্ন হেল্প ডেক্স'র ভূমিকা জোরদার করার জন্য কমিউনিটি পর্যায়ে সকলের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে আন্তরিক ভূমিকা রাখতে হবে। জন্মনিবন্ধন রেজিষ্ট্রেশন সঠিকভাবে করতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিশু কল্যাণ বোর্ডের সহযোগিতা নিতে হবে। শিশুদের নিরাপদভাবে বেড়ে ওঠতে খেয়াল রাখতে হবে।
সভায় রামু উপজেলার চাইল্ড ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্য, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, গ্রাম রক্ষা বাহিনীর প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেকে/এইচএস