প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৮:২৬ পিএম (ভিজিটর : ১১৫)
জয়া আহসান
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন শুধুমাত্র দেশের পর্দা নয়, ভারতের পর্দায়ও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি বেশ কয়েকটি ভারতীয় ছবিতে অভিনয় করেছেন এবং বর্তমানে কলকাতার কাজেই বেশি ব্যস্ত। কিছুদিন আগে ভারতের মুম্বাইতে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জামদানি পরে সমালোচনার মুখে পড়লেও তিনি সেই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে একদিকে বিদেশি কাজের মাঝে থাকলেও, বাংলাদেশের দর্শকদের জন্য নতুন খবর হলো জয়া আহসান অভিনীত ওয়েব সিরিজ 'জিম্মি' শুটিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আশফাক নিপুনের পরিচালনায় ওয়েব সিরিজটি শুরু হতে চলেছে চলতি সপ্তাহে। সিরিজটির শুটিং অনেক সময় পিছিয়ে গিয়েছিল, তবে অবশেষে কাজ শুরু হচ্ছে, এবং এটি জয়ার প্রথম ওয়েব সিরিজ।
'জিম্মি' সিরিজে জয়া আহসান অভিনয় করছেন একটি সরকারি নিম্নপদস্থ কর্মচারীর চরিত্রে, যিনি ১০ বছর ধরে কোনো প্রমোশন পাননি। তার সংসারে টানাপড়েন এবং একদিন অফিসের স্টোররুমে হঠাৎ করে সে টাকা খুঁজে পায়। এরপর শুরু হয় টানাপড়েন, এবং লোভের কাছে তার চরিত্রটি জিম্মি হয়ে পড়ে।
এছাড়াও, জয়ার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার 'ওসিডি' সিনেমা, এবং বাংলাদেশের মুক্তির তালিকায় রয়েছে 'নকশী কাঁথার জমিন', 'জয়া আর শারমিন', 'ফেরেশতে' সিনেমাগুলি।