ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি, যার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি, নিজের সৌন্দর্য এবং অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করে চলেছেন। মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও নাটক এবং ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি শক্ত অবস্থান গড়ে তুলেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের জীবন, কাজ, এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে নানা কথা শেয়ার করেছেন তিনি।
মাহি জানান, রোদে কাজ করার কারণে স্কিন ড্যামেজের ঝুঁকি সবসময়ই থাকে। সানট্যানের কারণে যতই যত্ন নেওয়া হোক, সমস্যা থেকেই যায়। তিনি বলেন, আমি স্কিন কেয়ার করতে সবসময় চেষ্টা করি, যেহেতু শোবিজে কাজ করি। ইনার বিউটির সঙ্গে আউটার লুকটাও গুরুত্বপূর্ণ।
খাবার নিয়ে তিনি বেশ সচেতন। বাইরের খাবার না খেয়ে বাসার খাবার খেতে পছন্দ করেন। মাহি বলেন, আমার মা খাবার বানিয়ে দেয়। যারা আমার সঙ্গে সেটে কাজ করে তারা জানে, আমি সবসময় বাসার খাবার নিয়ে যাই।
শুটিংয়ের ব্যস্ততায় ঘুমানোর সময় খুবই কম পান মাহি। তিনি বলেন, আমাদের ঘুম আসলে আর্টিস্টদের জন্য নয়। টিভিসির ক্ষেত্রে অনেক সকালে শুটিং শুরু হয়। কোনোদিন ৩ ঘণ্টা, কোনোদিন ৪ ঘণ্টা, সর্বোচ্চ ৬ ঘণ্টার মতো ঘুম হয়।
২০২৪ সালের শুরুর দিকে নিজের পারফরম্যান্স নিয়ে একটু হতাশ ছিলেন মাহি। তবে বছরের শেষদিকে সেভি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ শুরু করে তিনি বেশ আনন্দিত। তিনি আশা করেন, ২০২৫ সাল তার জন্য আরও ভালো কিছু বয়ে আনবে।
মাহির প্রিয় ঋতু শীত। কারণ শীতকালে মেকআপ নষ্ট হয় না, এবং শুটিং করা সহজ হয়। তিনি বলেন, আমি এমনিতেই শীত পছন্দ করি। শীত এলেই ভালো লাগে কাজ করতে।
শৈশবের গ্রামের স্মৃতিগুলো এখনও তাকে নস্টালজিক করে তোলে। তিনি বলেন, বাবা-মায়ের সঙ্গে গ্রামে যেতাম। কুয়াশা, খেজুরের রস এগুলো খুব মিস করি। কাজের ব্যস্ততায় এখন আর গ্রামে যাওয়া হয় না, তবে শীতের সকাল আমাকে সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।
সামিরা খান মাহির এই ভাবনাগুলো তার কাজের প্রতি নিবেদন এবং ব্যক্তিগত জীবনের সুন্দর দিকগুলোকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।
কেকে/এএম