নারায়ণগঞ্জ শহরের ভাসমান ও ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রেলস্টেশন ও আশপাশ এলাকায় ভাসমান শীতার্তদের মধ্যে বস্ত্র তুলে দেয় সংগঠনটি।
সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ কাজের উদ্বোধন করেন জাবালে নূর ওয়েলফেয়ার অ্যঅসোসিয়েশনের সভাপতি হাকীম কাজী মেফতাহ উদ্দিন জসিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহসভাপতি মুফতি হারুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, অর্থ সম্পাদক কাজী মহিউদ্দিন আলিফ, দপ্তর সম্পাদক আল আমিন, কার্যকরী সদস্য আওলাদ হোসেন প্রমুখ।
এ সময় কাজী মেফতাহ উদ্দিন বলেন, এই শীতে ঘরের ভেতরেও আমরা নানা কাপড়ে নিজেদের মুড়িয়ে রাখি, অথচ খোলা আকাশের নিচে এরা শীত নিবারণের কোনো্ উপকরণ পায় না। মানুষে মানুষে এই বৈষম্য-ই আসল বৈষম্য। এটা ঘুচাতে হবে। আজ আমরা ক্ষুদ্র আয়োজন নিয়ে এসেছি। ভবিষ্যতে আয়োজনটি আরও বড় করার ইচ্ছে রয়েছে। প্রত্যেক বিত্তবানের উচিত এই তীব্র শীতে খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষগুলোর পাশে দাঁড়ানো।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের স্বেচ্ছাসেবক টিমের রিজওয়ান খাঁন, আল-আমিন মিশর, রাকিব, রিয়াদ, আরিয়ান, সাজিস, তাজ, ইশরাক, আব্দুল্লাহ, সামীর, নয়ন, মীম, ইতি, তানিষা, রিয়া, রুমা, আল আমিন, নাজমুল, সাবিবর প্রমুখ।
কেকে/এএম