হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা—২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টায় কেন্দ্রীয় মাঠ-০১ এ উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর রোজিনা ইয়াসমিন লাকি, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বিজয়ী ও পরাজিত উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। ভবিষ্যতে আরও সুন্দর খেলা উপহার দেয়ার আহবান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে তোমরা একটি ফুটবল টুর্নামেন্ট উপহার দিয়েছো; এজন্য সকলকে ধন্যবাদ জানাই। উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, খেলায় জয় পরাজয় থাকবেই। এটা নিয়ে মন খারাপ করা যাবে না। আমি সবসময় বলি, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের উপর্যুক্ত স্থান হলো খেলার মাঠ। এখানে সবাই সমান এবং সমান অধিকার নিয়ে খেলাধুলা করে। এই মানসিকতা সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে হবে। কয়দিন পরেই হয়তো পড়াশোনা শেষ করে তোমরা চাকুরীক্ষেত্রে প্রবেশ করবে, সেখানেও এই জিনিসটি মাথায় রাখবে, কারও সাথে যেন কোনো রকমের বৈষম্য না হয়।
বক্তব্য শেষে বিজয়ী ও পরাজিত উভয় দলের খেলোয়াড়দের মাঝে ভাইস- চ্যান্সেলর পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অনুষদ ভিত্তিক ৮টি দল অংশগ্রহণ করে। আজকের ফাইনাল খেলায় সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ ১-০ গোলে কৃষি অনুষদকে পরাজিত করে।
কেকে/এএম