রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপির ৩১ দফাকে কেন্দ্র করে নওগাঁয় আলোচনা ও সম্প্রীতি সভা করেছে বিএনপি।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নওগাঁর বদলগাছি উপজেলার গোবরচাঁপা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শিবলী আখতার চৌধুরী।
মথুরাপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে এবং বদলগাছি উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বদলগাছি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু। বিশেষ অতিথি ছিলেন বদলগাছি উপজেলা মহিলা দলের নেত্রী মুনিরা সুলতানা।
প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, স্বৈরাচারী পলাতক শেখ হাসিনা বিগত ১৫ বছর রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়ে সর্বক্ষেত্রে দলীয়করণ ও লুটপাট করে দেশের সবকিছু শেষ করে দিয়েছে। তা পুর্নগঠনের জন্য ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৩ সালের ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি। সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল ইসলাম রাজা, ইউনিয়ন যুবদলের সভাপতি রুস্তম আলী, শ্রমিক দলের আবু মূসা এবং ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সুমন হেসেন। এ সমাবেশে মথুরাপুরসহ আশেপাশের বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল,কৃষকদল, শ্রমিকদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এইচএস