নীলফামারীতে সংবাদকর্মীদের সঙ্গে ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) নাজমা বেগম নাজু মতবিনিময় করেছেন।
গত ১৪ ডিসেম্বর রাতে নীলফামারী প্রেসক্লাবে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ভ‚বন রায় নিখিল, প্রথম আলোর প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, ইত্তেফাকের প্রতিনিধি শীষ রহমান, খোলা কাগজের প্রতিনিধি মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নূর আলম প্রমূখ।
এ সময় নাজমা বেগম নাজু বলেন, আমি মনে-প্রাণে বিশ্বাস করি শরীর আর মনের স্বাস্থ্য একে অপরের হাতে হাত রেখে পথ চলে। রোগ এবং রোগীদের স্বজন আপন সান্নিধ্য আমাকে মন এবং মননশীলতার কথা রোজই ভাবতে শেখায়। ভাবতে ভীষণ ভালোবাসি আমি। ভালোবাসি মাটি হতে দূরে শরৎ শ্রাবণের বিচিত্র আকাশটাকেও।
এ সময় নাজমা বেগম নাজুর মা জুলেখা বেগম, ভাই ডা. মঞ্জুরুল আলম, মুক্তি, দৈনিক দিনকালের প্রতিনিধি নাসির উদ্দিন শাহ্ মিলন, কবি সুবাস ঋষি লিংকন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে প্রেসক্লাবে নাজমা বেগমের লেখা শতাধিক বই উপহার হিসেবে প্রদান করেন।
উল্লেখ্য, নাজমা বেগম নাজু জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী কমান্ডার। বাংলাদেশ আর্মির মেডিকেল প্রশাসনের প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল। কর্মজীবনে প্রতিটি ক্ষেত্রেই রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক তাকে বেগম রোকেয়া পদক সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার প্রদান করেছেন। তার প্রকাশিত লেখা অসংখ্য বই প্রকাশিত হয়েছে।
কেকে/ এএম