মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ।
রোববার (১৫ ডিসম্বর) দিবসটি উপলক্ষে দেয়া এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তারা।
বিবৃতিতে বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক অনন্য দিন। এ দিনে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় ঘটিয়ে অর্জন করেছি বহু কাঙ্ক্ষিত বিজয়। এ বিজয়ের পেছনে রয়েছে লাখো শহিদের রক্ত, ত্যাগ আর বীরত্বের গল্প। জাগপা দেশবাসীকে এই গৌরবময় দিবসের শুভেচ্ছা জানাচ্ছে।’
বিবৃতিতে জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আদর্শ আমাদের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি। এই চেতনাকে ধারণ করেই আমরা একটি সমৃদ্ধশালী ও ন্যায়ের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। বিজয়ের এ মহান দিনে আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।’
বিবৃতিতে দেশবাসীকে বিজয়ের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়ে জাগপা সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ বলেন, ‘দেশের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য সবার সহযোগিতা কামনা করেন।’
এছাড়া জাগপার পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
কেকে/এজে