দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্ট'স এসোসিয়েশনের নেতৃত্বে মাহাফুজ -মোয়াজ্জেম।
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হাবিপ্রবি ইভসার সাবেক সভাপতি মুনতাহিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি প্রকাশ করার হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাবিপ্রবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. মাহাফুজুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন একই অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. মোয়াজ্জেম হোসেন।
২১ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রচার সম্পাদক কামরুন নাহার কনা,কমিটি সমন্বয়ক আবির চন্দ্র, কোষাধ্যক্ষ মো.শাহরিয়ার আহমেদ, ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসার মো. বেলায়েত হোসেন সাগর,আইটি অফিসার মো. জিহাদ হোসেন এবং টেকনিক্যাল অফিসার হিসেবে আব্দুল্লাহ আল মারুফ মনোনীত হয়েছেন।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়ে মো. মাহাফুজুর রহমান তার অনুভূতি ব্যাক্ত করে বলেন,IVSA HSTU Bangladesh-এর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং একটি সুযোগ যেখানে আমি আমাদের সংগঠনের উন্নয়নে এবং ভেটেরিনারি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারব।
নতুন কমিটির সভাপতি হিসেবে আমার কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আমি চাই আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি করে ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরো সুযোগ সৃষ্টি করা।প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে কার্যকরী কর্মসূচি পরিচালনা করা।
তিনি আরও বলেন, সামাজিক উদ্যোগ বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করা। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে IVSA-এর অন্যান্য শাখার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন ও অভিজ্ঞতা বিনিময় করা। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আমরা IVSA HSTU Bangladesh-কে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।
ভাইস প্রেসিডেন্টের অনুভূতিতে মো. মোয়াজ্জেম হোসেন বলেন,IVSA HSTU Bangladesh-এর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের এবং আনন্দের বিষয়। এই দায়িত্ব আমাকে সংগঠনের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।আমি আমার দক্ষতা, সময়, ও পরিশ্রম দিয়ে সংগঠনের লক্ষ্য পূরণে অবদান রাখতে চাই। সবার সহযোগিতায় আমরা শিক্ষার্থী ও পেশাদারদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারব বলে আমি আশাবাদী।
কেকে/ এইচএস