শনিবার, ১১ জানুয়ারি ২০২৫,
২৮ পৌষ ১৪৩১
বাংলা English

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
শিরোনাম: মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু      অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না: সাইফুল হক      ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা      থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড      টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার      দায়িত্ব ভাগাভাগি-সমতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়া সম্ভব: রিজওয়ানা হাসান      কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি: আদিলুর      
গ্রামবাংলা
ঈশ্বরগঞ্জ হাসপাতাল প্রাঙ্গণ যেন মশার প্রজননক্ষেত্র!
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৪:১৩ পিএম  (ভিজিটর : ২০৬)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডেঙ্গুর প্রকোপ রুখতে সচেতনতার যাবতীয় প্রচারনা স্রেফ কথাতেই। খোদ সরকারি হাসপাতাল চত্বরেই জমে আছে জল। ঝকঝকে নীল-সাদা ভবনের পাশে তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ। বংশবিস্তার করছে মশা।

আজ সোমবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়।

কমপ্লেক্সের প্রাঙ্গণ যেন মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। বৃষ্টির পানি জমে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বেড়েছে মশার উৎপাত। বর্তমানে মশার উপদ্রবে চরম বেকায়দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবনে থাকা চিকিৎসক, কর্মকর্তা, নার্স এবং স্টাফসহ সেবা নিতে আসা রোগীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন খালি জমি এবং সরকারি বাসভবনের আশেপাশে জমে রয়েছে পানি ও আবর্জনা। ওই পানি থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি সেখান থেকে মশার উৎপত্তি হচ্ছে। এমন অবস্থায় ডেঙ্গু আক্রান্তের সম্ভাবনা রয়েছে অনেকাংশে। যার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মশার উপদ্রবও বেড়েছে অনেক।

আবার অভিযোগ, হাসপাতালের কর্মীরাই ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ কিংবা ওষুধের প্লাস্টিক উপর থেকে ছুড়ে ফেলছেন নীচে। বৃষ্টির পরে সেই আবর্জনাতেই জল জমছে। ঝকঝকে নীল-সাদা ভবনের পাশে তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে সুস্থতার জন্য। অথচ এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে পানি জমে সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব পচা পানিতে খুব সহজেই ডেঙ্গু মশার উৎপত্তি হতে পারে। এখন যেহেতু দেশজুড়ে ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে, তাই এখান থেকেও ডেঙ্গু মশার উৎপত্তি হয়ে যে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। তাই আমাদের মনে হচ্ছে এখানে এক রোগের সুস্থতার জন্য এসে আরেক রোগে আক্রান্ত হতে হবে।

অপরদিকে এই জমে থাকা পানিতে চরম বেকায়দায় রয়েছেন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবনে থাকা চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং স্টাফরা। সরকারি বাসভবনে থাকা নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্টাফ এবং কর্মকর্তা বলেন, চারিদিকে নোংরা সেই সঙ্গে যেখানে-সেখানে রয়েছে ময়লার স্তূপ। এসব ময়লায় জন্ম নিচ্ছে মশা, সঙ্গে ছড়াচ্ছে দুর্গন্ধও। যার ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবন এলাকায় মশার উপদ্রব বাড়ছে। এই পানিতে ডেঙ্গু মশা উৎপত্তিরও সম্ভাবনা অনেক।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বিষয়টি শিকার করে বলেন, আমার যোগদানের পরে হাসপাতালে সকল কর্মকর্তা এবং কর্মকর্তাবৃন্দ, ছাত্র সমন্বয়ক ও কিছু পরিছন্নতাকর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধের জন্য পুরো হাসপাতাল গ্রিন এন্ড ক্লিন অভিযান চালিয়েছিলাম। পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় মশার উৎপাত শুরু হচ্ছে।

তিনি আরো বলেন, এ ব্যাপারে উপজেলা প্রশাসকের সাথে বেশ কয়েকবার বৈঠক হয়েছে এবং হাসপাতালে প্রশাসন আশাবাদী উপযুক্ত পরিষ্কার-পরিছন্নতার মাধ্যমে ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু
লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিলনমেলা
বাড়ন্ত শিশুর রিকেট কেন হয়
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান
শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টের আসর

সর্বাধিক পঠিত

ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরামের সভাপতি ধ্রুব, সম্পাদক শান
দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশ, সড়কে বাতি লাগানো শুরু
কাউনিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝