মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নালিতাবাড়ী উপজেলা, শহর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় শোভাযাত্রার মাধ্যমে নালিতাবাড়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার, সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, বাপ্পি, লাবলু, দূর্জয় হাসান শাকিল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, কলেজ ছাত্রদলের মিলন, রাতুল হাসান, রুবেলসহ ছাত্রদলের অনেকে উপস্থিত ছিলেন।
কেকে/এইচএস