নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী ভবন হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ইকবাল খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইশতিয়াক মাহমুদ খান এবং সদস্য সচিব কাউসার আযমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী স্থায়ী কমিটির সদস্য ,নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন।
প্রধান অতিথি বলেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের দীর্ঘ সতের বছরের ইতিহাসে দেশের প্রতিটা সেক্টরে শুধু দুর্নীতি আর লুটপাট হয়নি আপামর জনসাধারণের শিশু ও নারীদের সমস্ত অধিকার ক্ষুন্ন হয়েছে, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় নারী ও শিশুদের অধিকার বাস্তবায়নের লক্ষ্য সারা দেশব্যাপী আমরা কাজ করে চলেছি তার এই উদ্দেশ্য বাস্তবায়নের যুদ্ধে আপনাদের সকলকে আমাদের পাশে চাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কুষ্টিয়া জজকোর্টের সহকারী কৌশলী অ্যাডভোকেট মাহতাব উদ্দিন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম , স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু , নারী ও শিশু ফোরামের পিপি এডভোকেট আব্দুল মজিদ।
কেকে/এইচএস