বিজয়ের ৫৩ বছর পূর্তির প্রাক্কালে বাংলাদেশ ক্রিকেট দল দেশবাসীকে উপহার দিল এক স্মরণীয় জয়। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে স্থানীয় সময় ১৫ ডিসেম্বর রাতে টাইগারদের জয়ের মুহূর্তটি যেন বাংলাদেশের বিজয় দিবসের উৎসবে নতুন মাত্রা যোগ করল।
ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
সম্প্রতি ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশের বোলিং বিভাগ ছিল ব্যাপক সমালোচনার মুখে। ৩২১ রানের পাহাড়সম স্কোর করেও বোলারদের ব্যর্থতায় সেই ম্যাচ হেরেছিল দল। তবে এবারের টি-টোয়েন্টিতে বোলারদের পারফরম্যান্সই হয়ে উঠল জয়ের চাবিকাঠি। শুরু থেকেই টানটান উত্তেজনার ম্যাচে বোলাররা নিজেদের সেরাটা দিয়েই দলের জয় নিশ্চিত করলেন।
সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে ১৪৭ রান করে। ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৪০ রানে। বাংলাদেশের সফলতম বোলার ছিলেন শেখ মাহেদী হাসান। তিনি নেন চার উইকেট।
কেকে/এইচএস