বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।
রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে এ কর্মসূচি শুরু করে কিশোরগঞ্জ জেলা উত্তর শাখ ছাত্রশিবির। এ কর্মসূচি চলবে ডিসেম্বর মাসব্যাপী।
প্রথমে শহরের হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসা ও ছাত্রাবাসের নৈশপ্রহরীদের মাঝে, পরে গুরুদয়াল সরকারি কলেজ ও ছাত্রাবাসের নৈশপ্রহরীদের তার পর ওয়ালী নেওয়াজ খান কলেজে ও ছাত্রাবাসের নৈশপ্রহরীদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা উত্তর শাখর সভাপতি শাহরিয়ার মাহমুদ, সেক্রেটারি মোজাহিদ বিল্লাহ, অফিস সম্পাদক নিয়ামত উল্লাহ, অর্থ সম্পাদক মো. ঈসা মিঞা, সাহিত্য ও প্রকাশণা সম্পাদক আব্দুল্লাহ তাসবিহ, গুরুদয়াল কলেজ শাখার সভাপতি এমদাদুল হক, করিমগঞ্জ উপজেলা উত্তরের সভাপতি উমর ফারুক, হয়বতনগর মাদ্রাসা শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ প্রমুখ।
ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা উত্তর শাখর সভাপতি শাহরিয়ার মাহমুদ বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতেই আমরা এই কর্মসূচি পালন করছি। ডিসেম্বর মাসব্যাপী আমাদের কম্বল বিতরণ চলতে। আমরা যেহেতু ছাত্র সংগঠন তাই তাই স্কুল, কলেজ ও মাদ্রাসা কেন্দ্রিক এতিম ও দরিদ্র শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রবাসের নৈশপ্রহরীদেকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসার চেষ্টা করবো। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।
কেকে/এইচএস