ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে সূর্যদোয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্তরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস কর্মসূচির শুভ সূচনা করা হয়। সমস্ত সরকারী/আধা সরকারী স্বায়ত্ব শাসিত/ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা সাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, আখাউড়া থানা, জিআরপি থানা, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস, আখাউড়া প্রেসক্লাব ও পল্লী বিদ্যুৎ এর পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একে একে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন, বিভিন্ন সেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন।
পরে মোগড়া বাজার দরুইন গ্রামে অবস্থিত বীর শ্রেষ্ঠ শহিদ সিপাহী মো. মোস্তফা কামাল এর সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, গঙ্গানগর গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি। এদিন সুবিধাজনক সময়ে মুক্তিযোদ্ধা স্মৃতি সম্বলিত স্থান গুলোতে শ্রদ্ধাঞ্জলি অর্পনের কথা রয়েছে। এছাড়াও দিনব্যাপী উপজেলায় বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধের সংবর্ধণাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মো. কবির ভূঁইয়া, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব মো. খোরশেদ আলম, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি সাহাদাত হোসেন লিটন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কেকে/এমআই