নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে সূর্যদোয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস কর্মসূচির শুভ সূচনা করা হয়।
এরপর মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপিরসহ বিভিন্ন রাজনৈতিক দল, নীলসাগর গ্রুপ, নীলফামারী প্রেসক্লাব, বাংলাদেশ এনজিও ফেডারেশন, নীলসাগর আদর্শ বিদ্যাপীঠসহ (নীলসাগর ক্যাডেট একাডেমি) বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
এছাড়া দিনটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধ ভিত্তিক পোস্টার ও পুস্তক প্রদর্শনী, নীলফামারী সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, জেলা শিশু একাডেমি চত্ত্বরে শিশুদের ক্রীড়া, সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। দিবসটিতে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারি শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন করা হয়।
কেকে/এমআই