জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে সূর্যদোয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কালাই বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিজয় দিবস কর্মসূচির শুভ সূচনা করা হয়।
মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই উপজেলা প্রসাশনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় কালাই উপজেলা প্রশাসন, কালাই পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপি, স্কাউট, কালাই থানা ও পৌর বিএনপির অঙ্গসংগঠন ও কালাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখাসহ বিভিন্ন পেশাজীবী মানুষেরা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল সাড়ে সাতটায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কালাই সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. ইফতেকার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন সরকার, কালাই থানার বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মৌদুদ আলম, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আ. আলিম, কালাই উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো. আনিছুর রহমান তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালাই উপজেলা প্রতিনিধি মো. তামিন সরকার প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোওয়া ও মোনাজাত করা হয়।
কেকে/এমআই