১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপকড. একে ফজলুল হক ভূঁইয়া বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি এবং বাকস্বাধীনতা পুনরুদ্ধারের জন্য এ দেশের মানুষ রাস্তায় নেমেছিল। এ দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। এ দেশের বাকস্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যাতে আর কখনও জিম্মি না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
সোমবার (১৬ ডিসেম্বর) ৫৩তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ ও আহতরা দেশের বীর সন্তান। তাদের ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাব।’
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সমবেত প্যারেডের সালাম গ্রহণ করেন।
সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’ এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য। এরপর ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকসহ বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে আবাসিক হলে খেলাধুলার আয়োজন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
কেকে/এমএস