মহান বিজয় দিবসে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) শ্রদ্ধাভরে স্মরণ করেছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের।
আজ সোমবার সকালে দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজের নেতৃত্বে নেতাকর্মীরা রাজধানীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণার উৎস। শহীদদের রক্তে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এদিকে দিবসটি উপলক্ষে জাগপা একটি আলোচনা সভার আয়োজন করে। সভায় দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ বলেন, ’শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা। এ চেতনা ধারণ করে দুর্নীতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হবে।’
এছাড়াও জাগপার পক্ষ থেকে দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।