বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      ভারতীয় জেলেদের সাথে দুর্ব্যবহারের তথ্য ভিত্তিহীন এবং বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়      অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব জাতীয় নির্বাচন: সাইফুল হক      
প্রিয় ক্যাম্পাস
ববিতে পর্দা নামলো শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের
ডালিয়া হালদার, ববি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১১:০৩ এএম  (ভিজিটর : ৩৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অনুষ্ঠিত হয়ে গেলো শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল। ২৫ টি বিভাগের ৪৮ টি টিমের অংশগ্রহণের মধ্য দিয়ে পর্দা নেমেছে এই টুর্নামেন্টের।

সোমবার (১৬ ডিসেম্বর) শহীদ আবু সাঈদ স্পোর্টস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সন্ধ্যা ৬টায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সিএসই ইনফিনিটি ও গণিত মাস্টার্স এর মধ্যেকার ফাইনাল খেলায় সিএসই ইনফিনিটিকে হারিয়ে বিজয়ী হয় গণিত মাস্টার্স। ফাইনালে চ্যাম্পিয়ন দল হিসেবে ম্যাথ মাস্টার্স পায় একটি খাসি ও রানার্স আপ দল হিসাবে সিএসই ইনফিনিটি পায় দু’টি রাঁজহাস। এসময় খেলোয়াড়দের মাঝে "৩৬ শে জুলাই" লেখা সম্বলিত জার্সি বিতরণ করা হয়।

উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রায় ৩০০ শতাধিক শিক্ষার্থী।।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, শহীদ আবু সাইদ শুধু একটি নাম নয়, শহীদ আবু সাইদ হচ্ছে সেই চেতনা যা আমরা ধারণ করি এবং সেই আইডল যাকে অনুসরণ করেই আসলে এই আন্দোলন সফল হয়েছে। সবসময়ই তোমাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি। খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। আমরা আমাদের নিজস্ব যে বৈশিষ্ট্য, সংস্কৃতি আছে যেটাকে আমরা চর্চা করতে চাই। আমাদের দেশে কখনো ভাবা হয়নি আমাদের একটা নিজস্ব সাংস্কৃতিক নীতিমালা দরকার। এখন সময় এসেছে ভাববার যে আমাদের একটা নিজস্ব সাংস্কৃতিক নীতিমালার ও প্রয়োজন আছে।

তিনি আরো বলেন, খেলোয়াড়রা খুব নৈপুণ্যতার সাথে খেলেছে। কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে। যার কাজ প্রায় শেষের পথে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি বলেন, খুব চমৎকার একটা খেলা উপভোগ করলাম। আমি আশা রাখছি, এখন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলাসহ সকল সহশিক্ষা কার্যক্রমগুলোতে আমাদের প্রসাশন পাশে থাকবে। আয়োজকদের কাছে আশা রাখবো তারাও এমন সব আয়োজন অব্যাহত রাখবে।

আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী শহীদ আবু সাঈদকে ধারণ করতে চাই। সেই লক্ষ্য কে সামনে রেখে আমরা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবো, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ৬ই ডিসেম্বর ২৫টি বিভাগের ৪৮ টি টিম নিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়েছিল। পরে প্রথম রাউন্ডে প্রত্যেকটি দল ৩ টি করে ম্যাচ খেলার সুযোগ পায়। এবং সেখান থেকে মোট ১৬টি দল ২য় রাউন্ড অথাৎ নক আউট পর্বে প্রবেশ করেন। পরবর্তী ১৬ই ডিসেম্বর ১৬টি দল থেকে মোট ৪ টি দল সেমিফাইনাল রাউন্ডে উঠে এবং পরে সেখান থেকে সিএসই ইনফিনিটি এবং ম্যাথ মাস্টার্স ফাইনালে উঠে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব
হাত বাড়ালেই মিলছে বাণিজ্য মেলায় নিত্যপন্য
সিলেটে জুয়েলারি দোকান থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরির অভিযোগ
যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ

সর্বাধিক পঠিত

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধর, রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
মতলব উত্তরে বিএনপি নেতার মৃত্যুতে তানভীর হুদার শোক
তাড়াশ উপজেলা পরিষদ ভবনের ছাদে ইউএনও’র শখের বাগান ‘বিলকুঞ্জ’

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝