জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান পর প্রথম বিজয় দিবস উপলক্ষে ৭১ ২৪-এর শহিদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কুমিল্লায় দোয়া মাহফিল হয়েছে।
কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সোমবার রাতে আদর্শ সদর উপজেলার ছোট আলমপুর জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল হয়।
এসময় কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, সংগঠক ইনজামুল হক রানা ও খিজির ফায়াজ, মুখপাত্র জাবেদ আহামেদ ভুইয়াসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে গিয়ে দেখা যায়, মাদ্রাসার মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠান চলছে। কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জ্যেষ্ঠ সদস্যরাসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা এ দোয়া সামিল হয়েছে। দোয়া শেষে এক মোনাজাতে দেশের শান্তি, ৭১ ও ২৪-এর শহিদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু রায়হান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনগণের কাছে দায়বদ্ধ। আমরা জনমানুষের সাথে সম্পৃক্ত হতে চাই। বিজয় দিবস উপলক্ষে আমরা কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডে দোয়া আয়োজন করেছি। সর্বশেষ এ মাদ্রাসায় দোয়া মাহফিল হলো। একই সাথে নগরীর ২৭টি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ বাতাবাড়িয়া বিশ্ব রোডে সাথে মেডিকেল ক্যাম্প হয়েছে। আমরা শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ ও সার্বিক বিষয়ে সব সময় তাদের খোঁজ-খবর রাখব। ভবিষ্যতেও আমরা ভিন্নধর্মী কিছু কার্যক্রম করব। যে কার্যক্রম সাধারণ মানুষের উপকার হয়। সাধারণ মানুষ যেভাবে আমাদের উপর আস্থা রেখে আন্দোলনে পাশে দাঁড়িয়ে ছিল, আমরা সেই ভাবে মানুষের জন্য কাজ করবো। এসব ভিন্নধর্মী কাজের মাধ্যমে, কুমিল্লা মহানগর সারা বাংলাদেশের মানুষের কাছে একটা আলোকবর্তিকা হয়ে থাকবে।
কেকে/এমএস