বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের পানগুছি নদীরপাড় সংলগ্ন উত্তর সুতালড়ী গ্রামের কাটাখালের উপরে নির্মিত কাঠের তৈরি জনগুরুত্বপূর্ণ পুলটি কয়েক বছরেও সংস্কার হয়নি। এতে ৩ ইউনিয়নের হাজার হাজার মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। পুলটি অত্যন্ত বিপজ্জনক থাকায়,দুর্ঘটনার ভয়ে স্কুলে যেতে পারছেনা ১১০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এস বি আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়সহ বি এস ওয়াহেজিয়া মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষার্থী। যে কোনো মুহূর্তে পুলটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক অভিভাবকসহ স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জনগুরুত্বপূর্ণ এ পোলটি দিয়ে তিন ইউনিয়নের হাজার হাজার মানুষ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাচল করেন। এছাড়াও এ পুলটি দিয়ে প্রতি দিন ঘষিয়াখালী, ফুলহাতা, ফকিরবাড়ি, শনিরজোড়, কলেজ বাজার, কালিবাড়ি বাজার, সিরাজ মাস্টার বাজার, বহরবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও মোরেলগঞ্জ পৌর সদরে আসার একমাত্র সংযোগ সেতু হিসেবে এলাকার লোকজন পোলটি ব্যাবহার করছেন।
উল্লেখ্য যে, বহরবুনিয়া, বারইখালী ও জিউধরার তিনটি ইউনিয়নের চলাচলের যোগাযোগ মাধ্যম হিসেবে মোরেলগঞ্জ সদরের পৌছানোর একমাত্র সড়ক পথ এটি, এখানের ছোট বড় খালের উপরে ৬ টি সেতু ও একটি কালভার্ট রয়েছে এর মধ্যে ৫ টি সেতুর উপর দিয়ে চলাচল করা গেলেও বাকি ১ টি সেতুর অবস্থা খুবই নাজুক, জীবনের ঝুঁকি নিয়ে এসব এলাকার লোকজন যাচ্ছেন মোরেলগঞ্জ পৌর সদর সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে।
কেকে/এমএস