প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৬:২১ পিএম (ভিজিটর : ৪৪)
ছবি: সংগৃহীত
চোট থেকে ফিরে প্রথমবার জাতীয় লিগ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। ফেরার ম্যাচে রান পেয়েছেন এ দুই তারকা ক্রিকেটার। তবে জেতাতে পারেননি দলকে। দারুণ লড়াই শেষে চট্টগ্রাম বিভাগের কাছে ৪ রানে হেরেছে হৃদয়-মুশফিকের দল রাজশাহী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান করে চট্টগ্রাম। জবাবে ৭ উইকেটে ১৯৪ রানের বেশি করতে পারেনি রাজশাহী।
হৃদয় ও মুশফিক যখন ব্যাটিং করছিলেন তখন মনে হয়েছিল সহজেই জয় পাবে রাজশাহী। চতুর্থ উইকেটে ১০২ রানের জুটি গড়েন জাতীয় দলের এ দুই ব্যাটার। কিন্তু ১৯তম ওভারে মুশফিককে ফিরিয়ে ম্যাচে ফিরে আসে চট্টগ্রাম। আর শেষ ওভারের নাটকীয়তায় জয় পেয়ে যায় তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন হৃদয়। ৫০ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় এই রান করেন তিনি। মুশফিক খেলেন ৪৬ রানের ইনিংস। ৩১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় এই রান করেন তিনি।
চট্টগ্রামের পক্ষে ৩৮ রানের খরচায় ৩টি উইকেট নেন আহমেদ শরিফ। ২৫ রানের বিনিময়ে নাঈমের শিকার ২টি।
কেকে/এএম