ছোট পর্দা থেকে অভিনয় জগতে কাজ শুরু করলেও ওটিটি থেকে বড় পর্দায় এখন নজর কেড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। সমাজ মাধ্যমে বরাবরই সক্রিয় অভিনেত্রী। নিজের জীবনের ভাল-মন্দের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাকে।
বছর শেষ হওয়ার আগে আবেগপ্রবণ মধুমিতা। নতুন বছরকে স্বাগত জানানোর আগে ফিরে দেখলেন ২০২৪কে। সমাজ মাধ্যমে বছরের নানা সময়ের নানা মুহূর্তের ছবি ভাগ করতে দেখা যায় মধুমিতাকে। সঙ্গে জোড়েন প্রেমিকের হাতে হাত রাখা একটি ছবিও। চলতি বছর মধুমিতাকে দিয়েছে তাঁর ভালবাসার মানুষকেও। এই ছবির মাধ্যমে এমনটাই বোঝালেন অভিনেত্রী।
ছবিগুলির ক্যাপশনে তিনি লেখেন, নিজের নিয়মেই বছর শেষ হবে। সেটাকে তো আর আমি আটকে রাখতে পারবো না। তবে ২০২৪-এ যা যা করেছি সেগুলো তো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ। কঠোর পরিশ্রমে এই জায়গা অর্জন করা আমার।
তিনি আরও লেখেন, এই বছরটা আমাকে শিখিয়েছে কীভাবে ছোট ছোট জিনিসেও জীবনে খুশিতে থাকতে হয়। জীবনের উপর আশা-ভরসা রাখতেও শিখিয়েছে। সাহস জুগিয়েছে আস্থা ও বিশ্বাস অটুট রাখার। তবে সময়ের উপর বিশ্বাসও রাখতে হবে। তাহলেই সঠিক ফল পাওয়া যাবে।
এসব কিছুর জন্য তিনি এই মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়েছেন। যারা তাকে ভালোবাসে, তাদের প্রত্যেককে ধন্যবাদও জানাতে ভোলেননি অভিনেত্রী। করেছেন কৃতজ্ঞতা প্রকাশও। মধুমিতার এই পোস্টে তাকে নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাতে দেখা যায় নেটিজেনদের।
কেকে/এএম