ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী আটক হয়েছেন।
আটককৃতরা হলেন- গঙ্গাপাড়া এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান শাহীন (৬০), একই ইউনিয়নের মালমারা গ্রামের মৃত আবেদ আলী শেখের ছেলে ইউপি চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক (৫৫) ও গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাছিমারচর এলাকার রুস্তুম আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী সোলাইমান হোসেন (৬০)।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতের এ ঘটনায় গোটা ইসলামপুর উপজেলায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।
স্থানীয় বিএনপির অভিযোগ, এ সময় গোয়ালের চর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমানের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল্লাহ সাইফ জানান, খবর পেয়ে নাশকতার দায়ে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে আটক করা হয়। আটককৃতদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, হামলার ঘটনায় গোয়ালের চর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় ১২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২২০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
কেকে/এমআই