শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটারের নবীনবরণ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিক থিয়েটারের সভাপতি জাকির হোসেন।
তিনি জানান, আগামী ১৮ই ডিসেম্বর শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে দিক থিয়েটারের ৩০তম প্রযোজনা, বাদল সরকারের “এবং ইন্দ্রজিৎ” নাটকের মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। নাটকটি উপভোগ করতে টিকেট মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। অর্জুনতলায় দিক থিয়েটারের টেন্টে টিকেট পাওয়া যাবে। তবে নবীন শিক্ষার্থীদের জন্য থাকছে না কোন শুভেচ্ছা মূল্য। নবীন শিক্ষার্থীরা দিকের টেন্ট থেকে ফ্রি টিকেট সংগ্রহ করে সাথে আইডি কার্ড নিয়ে গেলেই উপভোগ করতে পারবে মঞ্চ নাটকটি।
নাটকটির নির্দেশনা দিচ্ছেন জাকির হোসেন এবং সহ-নির্দেশক হিসেবে থাকছেন দ্বৈপায়ন দাশ অনন্য ও নন্দনা দেবনাথ।
নাটকটি সম্পর্কে জাকির হোসেন বলেন, হতাশাগ্রস্ত মানুষদের বাঁচিয়ে রাখার হাতিয়ার হতে পারে বাদল সরকারের ‘এবং ইন্দ্রজিৎ’ নাটক। নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ের রচনা, এছাড়াও চীন-ভারত যুদ্ধও চলমান ছিলো তখন। যুদ্ধের ভয়াবহতার মাধ্যমে মানুষ বুঝতে পেরেছিল জীবন কতটা মূল্যহীন! ফলে ধীরে ধীরে হাসবার ক্ষমতা লোপ পাচ্ছিলো মানুষের। সমাজ বা মানবসৃষ্ট নিয়মগুলোর প্রতি ঘৃণা জন্মাচ্ছিলো সমাজের একাংশের মানুষের মাঝে। এই মানসিক অবস্থা থেকে মুক্তির জন্য বাদল সরকার লেখেন তার বিখ্যাত নাটক “এবং ইন্দ্রজিৎ”।
“দিক থিয়েটার পূর্বেও নাটকটি মঞ্চায়ন করেছেন। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও সমাজের একাংশের মানুষের মনস্তত্ত্বের সাথে নাটকটির প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়াই এটি মঞ্চায়নের চিন্তা করি। নাটকটি নিটশের দর্শনের আলোকে, বিশেষ করে নিটশিয়ান মেটামরফোসিস, নাহিলিজম, লাস্ট ম্যান ও সুপারম্যানের তত্ত্বের সাথে ফ্রয়েডিয় মনস্তত্ত্ব এবং মধ্যযুগীয় বাংলা কাব্যরীতির আলোকে ডিজাইন করার চেষ্টা করেছি। ফলে আমাদের পূর্বের মঞ্চায়নগুলোর চেয়ে এইবারের মঞ্চায়নটা ব্যতিক্রম হতে চলেছে। নাটকটিতে আমরা দেখতে পাবো সমাজ, সংস্কৃতির চাপিয়ে দেওয়া নিয়মের বোঝা বহনকারী হতাশাগ্রস্ত মানুষ থেকে একজন সুপারম্যান হয়ে ওঠার গল্প। এই গল্পই আমাদের ব্যক্তি জীবনের হতাশা থেকে মুক্তি পাবার মন্ত্র হয়ে উঠতে পারে।”
কেকে/এজে