নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা জামায়াত আমীর ও ৩নং চাষীর হাট ইউপি চেয়ারম্যান হানিফ মোল্লার সভাপতিত্বে পৌর জামায়াতের সেক্রেটারি ফজলুল হক জোটনের পরিচালনায়, সোনাইমুড়ী ডাকবাংলো ময়দানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সাঈয়েদ আহাম্মদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মুজাফফর হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদূল্যাহ বাকের, পৌরসভা আমীর আব্দুল মতিন সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড-এর জামায়াতের নেতৃবৃন্দ।
এ সময় বক্তাগন তাদের বক্তব্যে ৭১ সালে মহান মুক্তি যুদ্ধের বীর শহিদদের মাগফিরাত কামনা করেন, এবং জাতীকে ঐক্যবদ্ধ থেকে একটি স্বাধীন কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার লক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কেকে/এএম