ঢাকাগামী বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস ট্রেন দুটি সরাসরি বুড়িমারী থেকে চালুর দাবিতে রেলপথ ও সড়ক পথ অবরোধ করেছে হাতীবান্ধা উপজেলার স্থানীয় জনগন। এতে ৩টি ট্রেনসহ শত শত যানবাহন আটকা পড়ে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে হাতীবান্ধা রেলস্টেশনে রেলপথ ও বন্দরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন স্থানীয় জনগন।
জানা গেছে, লালমনিহাটে দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে চলতি বছরে ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনী দিনের পর থেকে বুড়িমারী আসেনি বহুল কাঙ্খিত এ ট্রেন।
উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করেনি। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেল স্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচলের জন্য অত্র এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি। সেই দাবি পুরনে আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস নাম পেলেও বুড়িমারী ষ্টেশন থেকে যাতায়ত করছে না।
এছাড়াও বিগত বিএনপি-জামায়াতের ক্ষমতায় লালমনিরহাট জেলা শহর থেকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস চালু হয়। সেটিও জেলা শহর থেকে যাত্রা করছে। ফলে ট্রেন দুটি লালমনিরহাট জেলাবাসীর জন্য হলেও সদর উপজেলা ব্যাতিত বাকি ৪ উপজেলা এবং বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী ও ইমিগ্রেশনের যাত্রীরা সুবিধা বঞ্চিত রয়েছে। এসব যাত্রীকে এ দুই ট্রেনে যাতায়ত করতে প্রায় একশত কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
দাবি পুরনের জন্য অবস্থান, স্মারকলিপি ও মানববন্ধনসহ নানান কর্মসুচি পালন করেছে স্থানীয় জনগন। প্রশাসন ও রেলভবন শুধুই প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কার্যত কোন সুফল পায়নি চার উপজেলার মানুষ। তাই তাদের দাবি আদায়ে মঙ্গলবার দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের হাতীবান্ধা ষ্টেশনে রেলপথ অবরোধ করেন। এতে বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি হাতীবান্ধা রেলষ্টেশনে, বুড়িমারী গামি আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কালীগঞ্জের কাকিনা ষ্টেশনে ও একই পথে আদিতমারী ষ্টেশনে অপর একটি কমিউটার ট্রেন আটকা পড়ে।
একই দাবিতে বিকেলে হাতীবান্ধা উপজেলার বন্দর এলাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ফলে উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়কে শুয়ে পড়েছেন স্থানীয়রা। ফলশ্রুতি ঢাকার সাথে সড়ক ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা।
হাতীবান্ধার ফিরোজ হোসেন বলেন, বুড়িমারী নামে নামকরণ হলেও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে যায় না। বুড়িমারী ও হাতীবান্ধা মানুষের দাবি খুব দ্রুত ট্রেন দুইটি বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি ঢাকা রুটের চলাচলের ব্যবস্থা করা।
এ সময় উপস্থিত ছিলেন- হাতীবান্ধা পাটগ্রামের সাবেক সংসদ সদস্য প্রায়ত জয়নাল আবেদিন সরকারের ছেলে শাহিদুজ্জামান কোয়েল, কমরেড শওকত হোসেন, সাংবাদিক আসাদুজ্জামান সাজু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাওহীসহ অন্যান্যরা।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আব্দুস সালাম বলেন, রেল ও সড়ক পথ অবরোধকারীদের সাথে আমরাও একমত। তবে রেক সল্পতা ও ট্রেনের যাত্রা শুরু শেষ ষ্টেশনে কিছু অনুষঙ্গতা প্রয়োজন। যা বাজেট সল্পতার কারনে দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের দাবির বিষয়টি ঊর্দ্ধতন মহলকে অবগত করা হচ্ছে। তবে অবরোধকারীরা আর কিছু দিন সময় দিলে তাদের দাবি পূরন করা সম্ভব হবে।