ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, আওয়ামী স্বৈরশাসকের দোসরা সর্বক্ষেত্রে এখনও সক্রিয়। বর্তমান অন্তবর্তীকালীন সরকার কিছু কিছু দোসর চিহ্নিত করলেও তারা নিজেদের এখন বিএনপি বলে দাবি করছে। তাদের অনেকে এখন বিএনপি সাজছে। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের প্রতিটি সেক্টর থেকে দোসরদের বিতাড়িত করতে হবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যুবদল ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব থানার ১ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
জুয়েল বলেন, দেড় দশক স্বৈরাচারের দোসর থেকে রাষ্ট্রকে ধ্বংস করার সহযোগী ছিলেন। অথচ, আজ সেই দোসরদের কেউ কেউ বলছেন আমরা মনেপ্রাণে বিএনপি ছিলাম, আমার ভাই-ভাগ্নে-বোন জামাই ছাত্রদল-যুবদল করতো। এরা ভণ্ড ও লুটেরা। এই দোসররা সুযোগ পেলেই বাংলাদেশে আবারও ভারতীয় তাবেদার, খুনী হাসিনাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। মনে রাখতে হবে- সাপ খোলস পাল্টালেও আবার খোলস তৈরী হয়।
১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আল-আমিন শেখ রুবেলের সভাপতিত্বে বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।
কেকে/এমআই