আসে প্রতি বছর ১৮ ডিসেম্বর,
আরবি ভাষার জয়ের বারতা সঙ্গে।
বিশ্বের বাঁধন ছিন্ন করে,
ভাষা হয় মুক্ত, আপন শৈলীতে।
২০১০ সালের ঐ দিনটিতে,
জাতিসংঘ দিলো স্বীকৃতি মহান।
৩১৯০ নং সিদ্ধান্তে হলো লেখা,
আরবির জয়গানে ভরে গেলো জগৎ।
ঐতিহ্য আর সংস্কৃতির অমূল্য ভান্ডার,
আরবি ভাষা যেনো এক সুরের ঝংকার।
কোরআনের আয়াতে, সাহিত্যের রসে,
জন্ম নেয় জীবনের গভীর উৎসে।
আল্লাহর দান এ ভাষার প্রতিটি শব্দ,
গাঁথা যেন মুক্তোর মতো অমূল্য রত্ন।
ঐ ভাষা বোঝায় সংস্কৃতির মর্ম,
মিলনের সেতু গড়ে সবার অন্তর।
তাই আসুক প্রতি বছর এ দিন,
মিলিত হোক বিশ্ব ভাষার বন্ধনে।
আরবি ভাষার গৌরবের জয়ধ্বনি হোক,
ভাষার ঐক্যে মানবতার প্রাঙ্গণে।
মোঃ সাদ্দাম হোসেইন
প্রভাষক
চরকালেখান আদর্শ কলেজ, মুলাদি, বরিশাল
পরিচালক
দিনাজপুর আইটি