ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৬ শিক্ষার্থী এইচএসসিতে বৃত্তি পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। উপজেলার সব কয়টি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন কেবল লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীরা।
এইচএসসিতে হা-মীম থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- শেখ জুনায়েদ ইসলাম, মো. নোমান হোসেন, মুশফিকুর রহমান, সাবিকুন্নাহার, মারজিয়া খানম এবং নূজহাত জামান।
এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষকরাই আন্তরিকতার সঙ্গে শিক্ষার গুণগতমান নিশ্চিত করে শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের নিয়মিত তদারকির কারণেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভালো সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ।
কেকে/এমএস