ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে সংযুক্ত আরব আমিরাত।
আজ সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই কথা জানান আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
শেখ মোহাম্মদের সঙ্গে রোববার মস্কোর বাইরে নিজের বাসভবনে অনানুষ্ঠানিক বৈঠক করেন পুতিন। দুই জনের এই বৈঠক মধ্যরাত পর্যন্ত চলে।
ক্রেমলিনে এক অনুবাদকের মাধ্যমে পুতিনকে শেখ মোহাম্মদ বলেন, আমরা বন্দিবিনিময়ের মধ্যস্থতা করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আপনাকে নিশ্চিত করছি যে আমরা এই দিকেই কাজ চালিয়ে যাব। আমরা এই সংকট সমাধান এবং শান্তির স্বার্থে, উভয় পক্ষের স্বার্থে যে কোনো প্রচেষ্টা করতে প্রস্তুত।
এর আগে ইউক্রেন সংকট নিয়ে শেখ মোহাম্মদ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করেছেন পুতিন।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর আটবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে আরব আমিরাত। সবশেষ মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর ও উন্নত এই দেশের মধ্যস্থতায় গত সেপ্টেম্বরে দুপক্ষ থেকে ১০৩ জন করে মোট ২০৬ জনকে মুক্তি দেয়া হয়।
এর আগে গত আগস্টে প্রত্যেক পক্ষ থেকে ১১৫ জন যুদ্ধবন্দি বিনিময় করেছিল রাশিয়া ও ইউক্রেন। সেবারও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে সংযুক্ত আরব আমিরাত। সব মিলিয়ে দেশটির মধ্যস্থতা প্রচেষ্টায় এখন পর্যন্ত মোট এক হাজার ৯৯৪ জন যুদ্ধবন্দি মুক্তি পেয়েছেন। সূত্র: রয়টার্স
কেকে/এজে