ফরিদপুরে পালিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস
আবিদু্র রহমান নিপু, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩:২৩ পিএম (ভিজিটর : ৮৮)
ছবি: প্রতিনিধি
ফরিদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ফরিদপুর এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল দশটার দিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর, টিটিসি ফরিদপুর এর অধ্যক্ষ প্রকৌশলী আখতারুজ্জামান, প্রফেসর প্রকাশ কুমার সাহা, ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের ব্যবস্থাপক খালেদ সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ব্যাংক ও এনজিওর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করা। পাশাপাশি তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আলোচনায় তুলে ধরা হয়। বিদেশ গমনকারী নারী ও পুরুষকে বিদেশ গমনের পূর্বে নিজস্ব ব্যাংক একাউন্ট খুলে সেখানে টাকা পাঠাবার পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বৈধ পথে বিদেশে গমনের পরামর্শ দেওয়া হয়। উদ্যোক্তা এবং বিদেশ গমন কারীদের সহজ শর্তে ঋণ দেবার জন্য ব্যাংক কর্মকর্তাদের আহ্বান জানানো হয়। পরবর্তীতে আলোচনা সবার শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ কারীদের পুরস্কৃত করা হয়।
কেকে/এমএস