রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে বনানী কড়াইল বস্তি বউবাজার এলাকায় একটি অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। সেখানে ৭টি ইউনিট পাঠানো হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা করেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের নির্দিষ্ট কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
দেশের অন্যতম বড় বস্তি এই কড়াইল বস্তিতে তিন লাখেরও বেশি মানুষ বাস করে। এর আগেও একাধিকবার কড়াইল বস্তিতে আগুন লেগেছিল।
কেকে/ এইচএস