মো. দেলোয়ার হোসাইন
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:১৩ পিএম (ভিজিটর : ১৮৭)
ছবি: মো. দেলোয়ার হোসাইন
আমি শহিদের কবর থেকে বলছি
নিঃশব্দ রাতের প্রান্তরে দাঁড়িয়ে,
রক্তের শপথে বোনা এক ইতিহাস
স্বপ্নগুলো ছড়িয়ে দিলাম আকাশে।
আমি ছিলাম সূর্য হতে চাওয়া এক তারা
দেশের জন্য উৎসর্গ করা প্রাণ,
মাটির বুকে আমি মিশেছি আজ
তবু যেন আমি আছি তোমার মাঝে।
আমার রক্তে লাল হয়েছে মাটি
আমার চেতনায় শৃঙ্খল ভাঙার গান,
আমি আছি তোমার স্বাধীনতার গল্পে
প্রত্যেক শ্বাসে; প্রত্যেক আন্দোলনে।
ভয় পেয়ো না- কারণ আমি আছি
যুদ্ধের শেষে, বিজয়ের হাসিতে;
শহিদের কবর থেকে বলছি
আমার স্বপ্নে গড়ো এক নতুন ভোর!
কেকে/এমআই