চট্রগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ায় নেত্রকোনার মদনে পৌর সদরে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিলটি বের করে মদন হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলে উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, মদন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হেলিম ভুলু, পৌর বিএনপির সাবেক আহবায়ক সাইদুর রহমান সম্রাট, উপজেলা যুবদলের সভাপতি মো. সাইফ আহমদ সেকুল, আল মনসুর আলম আরিফ, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি এসএইচ পিপুল, সাধারণ সম্পাদক মো. শামীম হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক মাহমুদ রহমান মিটু, যুগ্ম আহবায়ক মো. হাসান মেহদিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহণ করেন।
এর আগে ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের দায়ে লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদন্ড দিয়েছিল।
কেকে/এইচএস