মিরসরাইয়ে পূর্বশত্রুতার জেরে ১০ একর মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরত এলাকায় এ ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চরশরত এলাবায় লিজা এন্ট্রারপ্রাইজের মালিকানাধীন ১০ একর আয়তনের মৎস্য প্রকল্পে কে বা কারা বিষ ঢেলে দেয়। এরপর মাছগুলো পানিতে ভেসে উঠে। প্রকল্পে রুই, কালিবাউশ, মৃগেল, কার্প জাতীয় মাছ চাষ করা হয়েছে।
প্রকল্পের স্বত্ত্বাধিকারী ইমাম উদ্দিন বলেন, প্রকল্পে কার্প জাতীয় বিভিন্ন মাছ চাষ করে আসছিলাম। রাতের আঁধারে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে। সব পুঁজি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার প্রায় ৭ লাখ টাকার মাছ মারা গেছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, প্রকল্পে বিষ ঢেলে মাছ মারা যাওয়ার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এমআই