ক্যাম্পাস কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা।
বুধবার (১৮ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে ক্যাম্পাস কর্মচারীদের মাঝে এ শীতবস্ত্র তুলে দেয়া হয়।
বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফাতেহুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের অফিস সম্পাদক আদিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক হা. রেজাউল করিম, বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ।
এসময় বক্তারা বলেন, মানবতার সেবায় আমরা বরাবরের মতোই এগিয়ে এসেছি, আগামী দিনগুলোতে ছাত্রশিবিরের এরকম কর্মসূচি অব্যাহত থাকবে।
কেকে/এমআই