নিহতরা হলেন, সিএনজি চালক মনিরুর মান্নান (২২), কারী আব্দুল রহমান (৩৫), শাহিন আক্তার(২৯), মোঃ ফিরুজ (৪৯) ও তাদের ছয় মাসের শিশু বাচ্চা মনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী একটি সিএনজি এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সিএনজি চালক মনিরুর মান্নান। পরে আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে এখানে আরও ৩ জন এবং চাকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ১ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত রয়েছেন আরও ৩জন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফা বলেন, সিএনজি চালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে একই পরিবারের ৩ জন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।