শীতকালীন অবকাশ ও বড়দিন উদযাপন উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৪ দিনের ছুটি । এই সময়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ও ছুটির ক্যালেন্ডার থেকে জানা যায় ১৮ ডিসেম্বর (বুধবার) থেকে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং ২২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৩০ ডিসেম্বর (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ০১ জানুয়ারি বুধবার থেকে ক্লাস পরীক্ষা চালু হবে।
এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছে। এদিকে শিক্ষার্থী কমে যাওয়ায় আবাসিক হলগুলোর ডাইনিং ও ক্যাফেটেরিয়া বন্ধ ঘোষণা করেছে হল প্রভোস্ট ও ক্যাফেটেরিয়া পরিচালক।
কেকে/এইচএস