শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো       গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান      নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু      পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      
প্রিয় ক্যাম্পাস
মবজাস্টিস হলে দায়ভার আপনাদের: সরকারের উদ্দেশ্যে শাবিপ্রবি শিক্ষার্থীরা
শাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০৫ পিএম  (ভিজিটর : ১২৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের গুপ্ত হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। 

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারেননি। যদি দ্রুত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করতে না পারেন,  ছাত্রজনতা মবজাস্টিস শুরু করলে তার দায়ভার আপনাদের নিতে হবে।


বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় আবাসিক হলগুলো থেকে মিছিল নিয়ে শাহপরাণ হলের সামনে জড় হন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে প্রধানফটক যান তারা।


মিছিল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা, ‘সাঈদ জসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা, আমার ভাই কবরে খুনি কেন বাইরে, ছাত্রদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে, আওয়ামী সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান, হৈহৈ রৈরৈ ছাত্রলীগ গেলি কই, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা’ ইত্যাদি স্লোগান দেন ।


মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াজ হোসেন রিমনের সঞ্চলনায় বক্তব্য রাখেন পিএমই বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহিম বিন ইসলাম।


তিনি বলেন, চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী জসিমকে হত্যা করার পর মিডিয়ায় প্রচার করা হচ্ছে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের ঠিক পরবর্তী সময়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম রনি ফেসবুকে পোস্ট দিয়েছেন ‘গেরিলা কি তারা এখনো জানেনা’। হত্যাকান্ডকে তারা নিজেরা স্বীকার করছে, অথচ মিডিয়ায় প্রচার করা হচ্ছে ভুলভাবে। আমরা জসিমসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার চাই।


সমাজবিজ্ঞান বিভাগের ফয়সাল হোসেন বলেন, আওয়ামীলীগের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হচ্ছে জয় বাংলার খেলা নাকি আবার শুরু হয়েছে। আওয়ামী নেতারা বলছে তারা নাকি গেরিলাযুদ্ধ শুরু করেছে। এর মাধ্যমে তাদের ফ্যাসিবাদী চিন্তা ফুটে উঠছে। মানুষকে খুন করে যদি দলটি আবার রাজনৈতিক বন্দবস্ত শুরু করতে চাই, আমরা বিপ্লবীরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দিব।


রসায়ন বিভাগের আসাদুল্লাহ আল গালিব বলেন, আমাদের যাত্রা শাহাদাতের পথে, এসব গুপ্ত হত্যা সন্ত্রাসী হামলা করে আমাদের যাত্রা রুখে দেওয়া যাবেনা। তবে সরকারকে বলে দিতে চাই আমাদের ভাইয়েরা  রক্তের বিনিময়ে আপনাদের যেখানে বসিয়েছে সেই রক্তের দায়বদ্ধতা আছে যেটি আপনারা ভুলে যাচ্ছেন। আপনারা এখনো নিজেদের প্রায়োরিটি লিস্ট ঠিক করতে পারেননি, এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে পারেননি। 



সরকারকে উদ্দেশ্য করে এই শিক্ষার্থী আরো বলেন, শহীদদের কবরের রক্ত এখনো শুকাইনি। আর আওয়ামী সন্ত্রাসীরা এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে।  আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারেননি। যদি দ্রুত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করতে না পারেন,  ছাত্রজনতা মবজাস্টিস শুরু করলে তার দায় আপনাদের নিতে হবে। আমরা বাংলার জমিনে আর কখনো আওয়ামীদের বরদাশত করবো না।


উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামে জসিমউদ্দীন, গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত দুর্বৃত্তদের হাতে খুনের শিকার হন। 

কেকে/এইচএস

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো
গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
কর্মস্থলে ৭ বছর অনুপস্থিত থেকেও বেতন তুলছেন কর্মচারী
নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি: জামায়াত সেক্রেটারি

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝