বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক এলাকায় শিক্ষকের ওপর অতর্কিত হামলা ও বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্লাব থেকে অফিসের কাজ শেষে বাসায় ফিরছিলেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রিজওয়ানুল হক। এ সময় ক্যাম্পাসের অভ্যন্তরীণ প্রাথমিক বিদ্যালয় ও আবাসিক এলাকা সংলগ্ন সড়কে তাকে মারধর করে দুর্বৃত্তরা। পরে ওই শিক্ষক ও অধ্যাপক আফরিনা মুস্তারীর বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই রাতে অধ্যাপক মো. শহীদুল আলমের বাসায়ও ভাঙচুর চালানো হয় বলে জানান অধ্যাপক আফরিনা মুস্তারী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুক্তভোগী অধ্যাপক মো. রিজওয়ানুল হক, অধ্যাপক মো. শহীদুল আলম এবং অধ্যাপক আফরিনা মুস্তারী।
এসময় ভুক্তভোগী শিক্ষকবৃন্দ এ ঘটনার সময় নিরাপত্তা কর্মীদের অনুপস্থিতি ও ঘটনা পরবর্তী সময়ে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই শিক্ষকদের ওপর এরকম হামলা এবং সেটির বিরুদ্ধে প্রশাসনের কোনো সক্রিয় পদক্ষেপ না নেওয়াকে প্রশাসনের চরম ব্যর্থতা হিসেবেও উল্লেখ করেন।
ঘটনার বিষয়ে কথা বলার জন্য ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক এবং প্রক্টর অধ্যাপক মো. আব্দুল আলীমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয় নি।
কেকে/এইচএস