ঝালকাঠির কাঠালিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মারিয়াম সমাজ কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে কাঠালিয়া প্রেসক্লাব এর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও অর্থায়নে শতাধিক দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. মোসতাক আহম্মেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, রূপালী ব্যাংক কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মো. নাঈমুর রহমান প্রমূখ।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মো. সরোয়ার হোসেন, মো. খাইরুল আমিন ছগির, সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল, মো. জাহিদুল ইসলাম, সদস্য মো. মহসিন, সাংবাদিক মো. ফয়সাল আহম্মেদ মিঠু, মো. আহমাদুল্লাহ রবিউল, মো. ইলিয়াস হোসেন, মো. মাহফুজুর রহমান গাজী সহ অতিথি বৃন্দ ও উপকার ভোগীরা।
কেকে/এমএস